শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
ঢাকা- ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের মাদারীপুরের শিবচরে দুই ট্রাকের সংঘর্ষে বসির হাওলাদার (৩৫) নামে ট্রাক চালক ও সুজন (২৫) নামে এক হেলপারসহ দুইজন নিহত হয়েছেন।
রবিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ৪ টার দিকে এক্সপ্রেস ওয়ের শিবচরের মাদবরেরচর ইউনিয়নের বাখরের কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বসির হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার মৃত্যু রশিদ হাওলাদারের ছেলে ও সুজন যশোর জেলার কোতোয়ালি থানার বেখুটিয়া স্বজলপুর এলাকার মো: মিজানের ছেলে।শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী সকাল ৭ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।
শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বরিশালের বাখেরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাঙ্গি বাহী ট্রাকটি এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সংলগ্ন বাখেররকান্দি এলাকায় নষ্ট হয়ে গেলে ট্রাকের চালক বশির ট্রাকের নিচে গিয়ে ত্রুটি মেরামত করতে ছিলেন। এসময় যশোর থেকে ছেড়ে আসা আমবাহী অপর একটি ট্রাক পেছন থেকে ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের নিচে থাকা চালক বশির মারা যান। এবং অপর ট্রাকের চালকের সহকারী সুজনের মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী বলেন,’খবর পেয়ে আমরা দূর্ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন । বিকল হয়ে যাওয়া ট্রাকের চালক এবং পেছন থেকে ধাক্কা দেয়া ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ এবং ট্রাক দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।’
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply