শিবচর প্রতিনিধিঃ
শিবচরের জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ৫জন আহত হয়েছেন। এ হামলায় বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নের ক্রোকচর নতুন বাজার এলাকায় ইব্রাহিম শিকদারের নেতৃত্বে এই হামলা চালায় বলে ভুক্তভোগীরা জানান।
অভিযুক্ত ইব্রাহিম শিকদার ওই এলাকার নেসারউদ্দিন শিকদারের বড় ছেলে।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার জানায়, ক্রোকচরের নতুন বাজার এলাকায় জমাজমি নিয়ে দীর্ঘদিন যাবৎ একই এলাকার ইউনুস আলী খান ও ইব্রাহিম শিকদারের বিরোধ চলে আসছিলো। আজ বিকেলে ওই জমিতে পাটে পানি দেওয়া নিয়ে তাদের মধ্য তর্কবির্তক হয়।পরে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।এসময় ইব্রাহিম শিকদার তার লোকজন নিয়ে ইউনুস আলী খানের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ হামলায় মাথায় কোপ লেগে ইউনুস আলী খান গুরুতর আহত হন। এছাড়া একই পক্ষের আরো নুরুল আমিন খান, মিজানুর রহমান খান নামে আরো দুইজন আহত হন।পরে তাদেরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত ইউনুস আলী খান জানান, জমিতে পাটে পানি দেওয়া নিয়ে তাদের সাথে তর্কবির্তক হয়। ইব্রাহিম শিকদারের নেতৃত্বে ইউনুস আলী খানের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
এ ব্যাপারে প্রতিপক্ষ ইব্রাহিম শিকদারকে মুঠোফোনে বার বার ফোন দিয়েও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
শিবচর থানা অফিসার ইনচার্জ মো: মিরাজ হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply