শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
শিবচরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে জন্মসনদ দেয়ার অভিযোগে ২ জনকে আটক করেছে শিবচর থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার সন্ন্যাসীর চর ইউনিয়ন মালের হাট বাজার থেকে তাদের আটক করা হয়।এঘটনায় রাতেই বন্দরখোলা ইউনিয়নের চেয়ারম্যান আঃ রহমান খান ওরফে সাদ্দাম বাদি হয়ে শিবচর থানায় তিন জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেন।
আটককৃতরা হলেন,উপজেলার সন্ন্যাসীর চর ইউনিয়নের রাজারচর মোল্লা কান্দি গ্রামের রজব হাওলাদারের ছেলে আরিফ হাওলাদার (২৬) ও বন্দরখোলা ইউনিয়নের রাজারচর মফিতুল্লাহ হাওলাদারের কান্দি গ্রামের মোজাফর মোল্লার ছেলে মিরাজ মোল্লা (২৪)।শিবচর থানার উপপরিদর্শক বরুন হীরা ঘটনার সততা নিশ্চিত করেন।
মামলার বিবরন ও চেয়ারম্যানের কার্যালয় সুত্রে জানা যায়,গত ১৩ মে বন্দরখোলা ইউনিয়নের কয়েকজন লোক তাদের ইংরেজি জন্ম সনদের জন্য চেয়ারম্যানের কার্যালয়ে আসে।এসময় তাদের হাতে থাকা বাংলা সনদপত্রে নিবন্ধকের নাম ও স্বাক্ষরের স্থানে চেয়ারম্যান তার নিজের স্বাক্ষরে গড়মিল দেখতে পান।পরে সেই জন্মনিবন্ধনগুলো পর্যালোচনা করে জানা যায় উপজেলার সন্ন্যাসীর চর ইউনিয়ন মালের হাট বাজারে আটককৃত আরিফ হাওলাদারের মালিকানাধীন আরিফ কম্পিউটারে তথ্য প্রযুক্তির সাহায্যে চেয়ারম্যানের স্বাক্ষর ও সীল জাল করে ৫ শত থেকে এক হাজার টাকার বিনিময়ে জন্মসনদ প্রদান করেন।পরে বিষয়টি শিবচর থানায় জানালে শিবচর থানার উপপরিদর্শক বরুন হীরার নেতৃত্ব পুলিশের একটি দল এসে দুইজনকে আটক করে।এসময় ওই দোকানের মধ্য থেকে সাবেক ও বর্তমান চেয়রাম্যানের দুইটি সীল,একটি মনিটর ও একটি সিপিইউ জব্দ করেন।
বন্দরখোলা ইউনিয়নের চেয়ারম্যান আঃ রহমান খান ওরফে সাদ্দাম বলন,যারা এমন ঘটনা ঘটাতে পারে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
শিবচর থানার উপপরিদর্শক বরুন হীরা (দুপুর দেড়টার দিকে) জানান,গতকাল রাত সাড়ে এগারোটার দিকে আমরা দুইজনকে আটক করি।কিছুক্ষণের মধ্য তাদের আদালতে পাঠানো হবে।”
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply