ডেস্ক রিপোর্ট,
মুজিববর্ষ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে মাদারীপুরের শিবচরে খাদ্য নিরাপদ বিষয়ক ক্যারাভ্যান রোড শো কার্যক্রমের উদ্ধোধন করা হয়। শিবচর উপজেলা প্রশাসনের সহযোগিতায় খাদ্য নিরাপত্তা সর্ম্পকিত বিভিন্ন বিষয়ের উপর এলইডি ক্যারাভ্যান রোড শো’ এর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবচর উপজলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল লতিফ মোল্লা।
শিবচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী সেমিনারে বিশেষ অতিথি শিবচর পৌর মেয়র মোঃ আওলাদ হোসেন খান, শিবচর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শশাংক চন্দ্র ঘোষ প্রমুখ।
জেলা খাদ্য অফিসার আবদুর রহমানে পরিচালনায় খাদ্য নিরাপত্তা বিষয়ক ক্যারাভ্যান রোড শো এর মাধ্যমে শিবচরে পৌর এলাকা ও উপজেলার সকল ইউনিয়নের খাদ্য স্থাপনার মালিক ও কর্মীদের নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতার জন্য ক্যারাভ্যানটি সকলের দুয়ারে পৌছে যায়।
দেশের উল্লেখযোগ্য কয়েকটি জেলার মধ্যে এই প্রথম মাদারীপর জেলার শিবচর উপজেলা থেকে এই কর্মসূচি শুরু করা হয়।
অনুষ্ঠানের প্রধান অথিতি আবদুল লতিফ মোল্লা বলেন,”মানুষ যাতে নিরাপদ খাদ্য গ্রহন করতে পারে এটা প্রত্যেকের মৌলিক অধিকার। তাই মুজিব বর্ষের খাদ্য মন্ত্রনালয়ের এই বিশেষ কর্মসূচী মানুষকে অবশ্যই নিরাদ খাদ্য পেতে সহায়তা করবে”
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply