শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ
শিবচরের বিভিন্ন স্থানের কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন শিবচর উপজেলা চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) বিএম আতাউর রহমান (আতাহার) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে শিবচর উপজেলার চান্দেরচর, কাদিরপুর,কুতুবপুর , সূর্যনগর , ভান্ডারীকান্দিসহ কোরবানির পশুর জন্য নির্ধারিত হাটগুলো তারা পরিদর্শন করেন। এসময় তারা স্বাস্থ্যবিধি মেনে হাটে কোরবানির পশু কেনা-বেচা করতে হাট কর্তৃপক্ষের সাথে পরামর্শ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈদ উল আযহা উপলক্ষে মুসলিম ধর্মালম্বীরা তাদের স্বাধ্যমত কুরবানীর পশু গরু, ছাগল, ভেরা, মহিষ মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোরবানী করবেন। এ কারণে সরকারের নির্দেশনায় সামাজিক দূরত্ব বজায় রাখতে শিবচর উপজেলার পশুর হাটগুলোতে বাঁশের খুঁটি দ্বারা বেস্টনী দিয়ে ৩ ফুট দূরত্ব নিশ্চিত করে কুরবানীর পশু ক্রয়-বিক্রয়ের করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
শিবচর উপজেলা চেয়ারম্যান বিএম আতাউর রহমান (আতাহার)বলেন, স্থানীয় সংসদ সদস্য চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নির্দেশে হাট কতৃপক্ষকে গরুর হাটে আগত ব্যক্তিদের মাস্ক ব্যাবহার করা, ক্রেতাদের মাঝে কমপক্ষে এক মিটার দূরত্ব নিশ্চিত রাখাসহ স্বাস্থ্য বিধি মেনে কোরবানীর পশু হাটে পশু ক্রয়-বিক্রয় ব্যবস্থা করার কথা বলেছি।
Leave a Reply