খালিদ জিহাদ খান,শিবচর
“শেখ হাসিনার বারতা,নারী পুরুষ সমতা”এই স্লোগানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শিবচরে কর্মচারী ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচীর হেলথ্ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১লা ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে স্থানীয় ইলিয়াস আহমেদ চৌধুরী মিলনায়তনে শিবচর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।
এসময় বিশেষ অতিথি হিসেবে, উপজেলা ভাইস চেয়ারম্যান বি.এম আতাহার বেপারী ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার,
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার আমাদের শিশুদের জন্য অনেক সহায়তা প্রদান করে থাকেন।আমাদের উচিত এই সহায়তা সঠিক যায়য়ায় ব্যবহার করা,যাতে আমাদের শিশুরা সুস্থ থাকেন।
উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন,আমাদের উচিত সঠিক চিকিৎসার মাধ্যমে শিশুদের সাস্থ্য সেবা নিশ্চিত করা। সরকার বিভিন্ন ভাবে শিশুদের সহায়তা করে থাকেন,এই সহায়তার মাধ্যমে একটি শিশু যেভাবে সুস্থ থাকবে আমাদের সেদিক লক্ষ্য রাখতে হবে,তাদের পুষ্টিকর খাবার খাওয়াতে হবে।সঠিকভাবে তাদের সাস্থসেবা নিশ্চিত করতে হবে।শিশুদের এই সহায়তা শিশুদের জন্যই আমাদের ব্যায় করতে হবে যাতে একটি শিশু সব সময় সুস্থভাবে জীবন যাপন করতে পারে।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নাহিদা আক্তার, ডাঃ সুতপা দাসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা সাস্থ্য কমপ্লেক্স এর দুজন মেডিকেল অফিসার বিভিন্ন শিশুদের বিভিন্নভাবে চিকিৎসা প্রদান সহ শিশুদের প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ দেওয়ার মাধ্যমে উক্ত হেলথ্ ক্যাম্প এর অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
Leave a Reply