কাঠালবাড়ি করেসপন্ডেন্ট, শিবচরনিউজ২৪.কমঃ
শিবচর উপজেলার দেশ(DESH) সংগঠন দেশের উন্নয়নে দীর্ঘ ১১ বছর কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকাল (৬ জুন) কাঠালবাড়ী ইউনিয়নের স্বেচ্ছাসেবী টিম লিডার নাজমুল ও ফয়সাল খানের নেতৃত্বে ৮ জন স্বেছাসেবক দের নিয়ে বাজারে দোকানদার সহ কাস্টমারদের মাস্ক পরতে অনুরোধ করেন।
এসময় প্রত্যেক দোকানে হ্যান্ড স্যানিটাইজার রাখার অনুরোধ জানিয়ে সবাই কে সচেতনতার বার্তা পৌছায়ে দেন। সবাই মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেন অর্ডার নয় বিনীত অনুরোধ করেন স্বেচ্ছাসেবীরা।এতে সাধারণ মানুষ সচেতনতার বার্তা পেয়ে মাস্ক ব্যবহার করেন।
এসময় উপস্থিত ছিলেন-
দেশ(DESH) সংগঠনের স্বেছাসেবক –
এস এম দেলোয়ার হোসাইন – সমন্বয়ক
নামজুল, ফয়সাল খান, আল আমিন ঢালী, সাব্বির, সৌরভ সরকার, রিফাত, শাহিন।
উল্লেখ যে, দেশ(DESH) সংগঠন আজ নয় দীর্ঘ ১১ বছর ধরেই হাত ধোয়ার সচেতন করে আসছেন ” স্কুল হেলথ এডুকেশন প্রোগ্রাম” নামে। যা ইতি মধ্যে হাজার হাজার শিক্ষার্থী সচেতনতার বার্তা পেয়ে আসছেন
Leave a Reply