1. : deleted-e5fzDXca :
  2. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  3. jmitsolutionbd@gmail.com : jmmasud :
  4. : wp_update-1720111722 :
মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :

শিবচরে করোনাভাইরাস সচেতনতার বার্তা দিচ্ছে “দেশ ( DESH)”

  • প্রকাশিত : রবিবার, ৭ জুন, ২০২০, ৯.৩২ এএম
  • ৯১৭ জন সংবাদটি পড়েছেন।

কাঠালবাড়ি করেসপন্ডেন্ট, শিবচরনিউজ২৪.কমঃ

শিবচর উপজেলার দেশ(DESH) সংগঠন দেশের উন্নয়নে দীর্ঘ ১১ বছর কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকাল (৬ জুন) কাঠালবাড়ী ইউনিয়নের স্বেচ্ছাসেবী টিম লিডার নাজমুল ও ফয়সাল খানের নেতৃত্বে ৮ জন স্বেছাসেবক দের নিয়ে বাজারে দোকানদার সহ কাস্টমারদের মাস্ক পরতে অনুরোধ করেন।

এসময় প্রত্যেক দোকানে হ্যান্ড স্যানিটাইজার রাখার অনুরোধ জানিয়ে সবাই কে সচেতনতার বার্তা পৌছায়ে দেন। সবাই মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেন অর্ডার নয় বিনীত অনুরোধ করেন স্বেচ্ছাসেবীরা।এতে সাধারণ মানুষ সচেতনতার বার্তা পেয়ে মাস্ক ব্যবহার করেন।

এসময় উপস্থিত ছিলেন-
দেশ(DESH) সংগঠনের স্বেছাসেবক –
এস এম দেলোয়ার হোসাইন – সমন্বয়ক
নামজুল, ফয়সাল খান, আল আমিন ঢালী, সাব্বির, সৌরভ সরকার, রিফাত, শাহিন।

উল্লেখ যে, দেশ(DESH) সংগঠন আজ নয় দীর্ঘ ১১ বছর ধরেই হাত ধোয়ার সচেতন করে আসছেন ” স্কুল হেলথ এডুকেশন প্রোগ্রাম” নামে। যা ইতি মধ্যে হাজার হাজার শিক্ষার্থী সচেতনতার বার্তা পেয়ে আসছেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2022
Don`t copy text!