শিবচরনিউজ২৪ডেস্কঃ
মাদারীপুরের শিবচরে সড়ক দূর্ঘটনায় রফিকুল ইসলাম আকন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত রফিকুল ইসলাম উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত্যু আজাহার আকনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে নয় টার সময় বাজার করতে পাঁচ্চরের যাবার পথে ভ্যান চালকের মুখে মাস্ক না থাকায় সর্তক করে যাত্রী রফিকুল । পরে এক হাতে মাস্ক পড়তে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শিবচর-পাঁচ্চর আঞ্চলিক সড়কে ঠাকুর বাজারের সংলগ্নে গাছের সাথে ধাক্কা লেগে এ দূর্ঘটনা ঘটে।এতে ঘটনা স্থলেই যাত্রী রফিকুল আকন মারা যায় এবং গুরুতর আহত অবস্তায় ভ্যান চলককে স্থানীয় পাঁচ্চর রয়েল হাসপালে ভর্তি করা হয়।
শিবচর থানা ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা শিকার করে বলেন, স্থানীয় চেয়ারম্যান আমাকে বিষয়টি জানিয়েছেন, ঘটনা স্থলে আমাদের পুলিশ রয়েছে। বিষয় টি আমরা খতিয়ে দেখছি।
Leave a Reply