শিবচরনিউজ২৪ ডেস্কঃ
শিবচর উপজেলায় নতুন করে ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।এদের মধ্য শিবচর হাসপাতালের আরএও ডা: এমদাদুল হক রাসেল, পাচ্চর ইউনিয়নের বাহেরচর এলাকার এক নারী যার বয়স ৫৫ বছর।এছাড়াও ওই একই এলাকার ১৯ ও ৪৮ বছর বয়সী দুই জন পুরুষসহ মোট ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, শনিবার (১৩ জুন) ১৭ জনের রিপোর্ট উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে ঢাকায় পাঠানো হয়।আজ প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। আক্রান্তদের বাড়ি লকডাউন করে হোম আইসোলেশন নিশ্চিত করার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য শিবচর উপজেলায় এ পর্যন্ত ৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৪১ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।তবে ৪ জনের মৃত্যু হয়েছে।
Leave a Reply