ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,মাদারীপুর।
মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে আরো তিন জেলেকে এক বছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদলত।
শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ৩টার সময় ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট (আর ডিসি) মোঃ মাহবুবুল হক এই কারাদন্ড প্রদাণ করেন।আর এই নিয়ে গত কাল উপজেলায় মোট ৬ জেলেকে প্রত্যেককে ১বছর করে কারাদন্ড দেয়া হয়েছে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গত ২ দিন ধরে
মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালের রেভিনিউ ডিপুটি কালেক্টর (আরডিসি) মোঃ মাহবুবুল হকের নেতেৃত্বে ও শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পদ্মা নদীর শিবচর অংশের বিভিন্ন পয়েন্ট সারা রাত উপজেলা মৎস্য অধিদপ্তর ও কাঠাঁলবাড়ি ঘাট নৌপুলিশের সহযোগীতায় অভিযান পরিচালনা করে। এসময় অবৈধভাবে মাছ শিকারের জন্য ব্যবহৃত ৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২৫ কেজী ইলিশ মাছসহ তিন জেলেক আটক করে পুলিশ। পরে শনিবার ১৭ (অক্টোবর) সকাল ৯ টার দিকে ভ্রম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতে কারেন্ট জাল গুলোকে ধংস করা হয়। এছাড়াও প্রত্যেক জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের কারাদন্ড দেয়া হয়।পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয়। এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।
শিবচর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এটি এম সামসুজ্জামান বলেন,গতকাল ৩ জন ও আজকে ৩ জন জেলেকে অবৈধভাবে মাছ ধরার অপরাধে প্রত্যেকে ১ বছরের জেল প্রদান করা হয়।এছাড়াও আমাদের এই অভিযান ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন অব্যাহত থাকবে।
Leave a Reply