ডেস্ক রিপোর্টঃ
‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এই স্লোগানে শিবচরে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
সোমবার (৮ই মার্চ) শিবচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলার জাতীয় মহিলা সংস্থার আয়োজনে বেলা ১১ টা থেকে ২ ঘন্টা ব্যাপী স্থানীয় ইলিয়াছ আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
শিবচর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রাকিবুল হাসানের সভাপতিত্ব ও শিবচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খানমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তারও জেলা পরিষদ সদস্য আয়েশা সিদ্দিকা মুন্নী।
এসময় শিবচর থানার পরিদর্শক আমির হোসেন সেরনিয়াবাত, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মীজানুর রহমান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সোনিয়া ফেরদৌস,শিবচর পৌরসভার নবনির্বাচিত সংরক্ষিত কাউন্সিল শিল্পী আক্তার, রিজিয়া বেগম মহিলা কলেজের প্রভাষক উম্মে সায়মা বেলী, উপজেলা যুব মহিলালীগের আহবায়ক নুরজাহান আজাদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply