আবু মুছা রওসাদ, সিনিয়র ষ্টাফ করেসপন্ডেন্টঃ
প্রথম ধাপে অনুষ্ঠিত মাদারীপুরের শিবচরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে পাচ্চর ও মাদবরেরচর ইউনিয়নের ২ সদস্য পদ প্রার্থীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২৮ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এ জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, আগামী ১১ এপ্রিল উপজেলার ১৩ টি ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আজ রাতে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের সদস্য পদ প্রার্থী মনির সরদার (৪০),পিতা হালান সরদার,গ্রাম ডাইয়ারচর অতিরিক্ত লোকজন জড়ো করে রান্না করা খাবার পরিবেশন করার দায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনী বিধিমালা ২০১৬ বিধি ৩১/১ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় কিছু খাবার জব্দ করে নিকটস্থ এতিমখানায় বিতরন করা হয়
অন্যদিকে পাচ্চর ইউনিয়নের সদস্য পদ প্রার্থী রঞ্জিত সাহা(৪০), পিতাঃ ব্রজলাল সাহা,গ্রাম দক্ষিণ কান্দি নির্বাচনী আচরণবিধিকে তোয়াক্কা না করে অতিরিক্ত জনসমাগম করে প্রচারনা করেন।খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাদেরকে আটক করে ইউনিয়ন পরিষদ নির্বাচনী বিধিমালা ২০১৬ এর বিধি ৩১/১ অনুযায়ী ৫ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন,’নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করার দায়ে তাদেরকে এ জরিমানা করা হয়েছে। ‘
উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল ১ম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিবচরের ১৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply