মাসুদ রানা রবিন ও জাকির বয়াতী ,বাশকান্দি থেকেঃ
মাদারীপুরের শিবচরের উপজেলায় আগুনে পুড়ে ৪ টি ঘর ছাই হয়ে গেছে। আর এতে প্রায় ছয় লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার।
রবিবার (২ মে ) দুপুর ২ টার দিকে শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তর বাশকান্দি গ্রামের আয়নাল হোসেন সরদার (মাঝি) বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে এলাকাবাসী প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়,প্রতিদিনের ন্যায় দুপুরে আনোয়ার হোসেনের স্ত্রী রান্না করতে তাতের রান্ন ঘরে যান।এসময় অসাবধানতাবসত রান্না ঘরে জ্বলন্ত চুলা রেখেই সে তার থাকার ঘরে যান।এসময় চুলার আগুন রান্না ঘরে ছড়িয়ে পড়ে।এতে আনোয়ার সরদার ও তার ছেলের দুইটি বসত ঘর ১ টি গোয়াল ঘর ও ১ টি রান্না ঘর পুড়ে যায়।এসময় তাদের চিৎকারে স্থানীয়রা প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী আয়নাল সরদার বলেন,আগুনে আমাদের দুইটি বসত ঘরসহ ৪ টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।আমি আমার পড়নের কাপড় ব্যতিত আর কিছু রক্ষা করতে পারিনি’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিরাজ হোসেন ঘটনার সততা নিশ্চিত করে বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে
Leave a Reply