চান্দেরচর ব্যুরোঃ
মাদারীপুরের শিবচর উপজেলায় আগুনে পুড়ে ৫ টি ঘর ছাই হয়ে গেছে।এসময় একটি গাভীও পুড়ে যায়। আর এতে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার।
সোমবার (২৬শেএপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ডিগ্রীরচর গ্রামে মোক্তার হোসেন শিকদারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে শিবচর ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী পরিবার ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়,সকালে মোক্তার শিকদার নিকটস্থ চান্দেরচর বাজারে যায়।এসময় তিনি তার পরিবার ও তার ভাই আনোয়ার শিকদারের পরিবারে জন্য নিত্যপ্রয়োজনীয় পন্য ক্রয় করেন।পরে বাজার থেকে ফিরে বাড়িতে এসে ওই পন্য আনোয়ার হোসেনের মেয়েকে দেওয়ার জন্য ডাকেন।পরে আনোয়ার হোসেনের স্ত্রী রান্না ঘরে জলন্ত চুলায় রেখে ওই পন্য নিতে আসেন। এসময় চুলার আগুন রান্না ঘরে ছড়িয়ে পড়ে।এতে মোক্তার শিকদারের বসত ঘর ১ টি গোয়াল ঘরসহ বাড়ির আরো ৩ টি রান্না ঘর পুড়ে যায়।খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী মোক্তার শিকদার বলেন,আগুনে আমার বসত ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে।আমি আমার পড়নের কাপড় ব্যতিত আর কিছু রক্ষা করতে পারিনি’
শিবচর ফায়ার সার্ভিস ইনচার্জ শ্যামল বিশ্বাস বলেন,খবর পেয়ে আমরা দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।তবে ততক্ষণে ১ টি বসত ঘরসহ মোট পাঁচটি ঘর পুড়ে যায়।
Leave a Reply