শিহাবউদ্দিন,শিবচরনিউজ২৪.কমঃ
লাইসেন্স ও সেবার মূল্য তালিকা সঠিক না থাকায় শিবচরের ৪ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শিবচর পৌর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের, মাদারীপুরের সহকারি পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।এসময় লাইসেন্স ও সেবার মূল্য তালিকা সঠিক না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষন অাইন ২০০৯ এর বিভিন্ন ধারায় অ্যাপোলো ডায়াগনষ্টিক সেন্টার কে ৫০ হাজার টাকা, নিউ মর্ডান ডডায়াগনষ্টিক সেন্টার কে ১০ হাজার টাকা,শিবচর স্কয়ার ডায়াগনষ্টিক সেন্টারকে ৫ হাজার টাকা ও খান ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ৫ হাজার টাকাসহ মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় শিবচর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ফজলুল হকসহ র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply