প্রথম ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উৎসব মূখর পরিবেশে শিবচরের ১৩ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে ।
ইউনিয়নগুলোতে চেয়ারম্যান প্রার্থীরা যে যেই প্রতীক পেলেন :-
নিলখী :
১. মোঃ ওয়াসিম (মোটরসাইকেল)
২. মোঃ হারুন অর রশিদ জসীম (টেবিল ফ্যান)
৩. মোঃ বাবুল খালাসী (আনারস)
৪. মো: খোরশেদ মাতুব্বর (টেলিফোন)
৫. সহিদুর বেপারী (ঘোড়া)
৬. মিজান (চশমা)
৭. শহিদুল ইসলাম হাওলাদার (হাতপাখা)
দত্তপাড়া :
১.পাভেল চৌধুরী (আনারস)
২.মো:মনজুরুল জাহান (টেবিল ফ্যান)
৩.মোঃ খোকন মুন্সি (মোটরসাইকেল)
৪.সেলিম মোল্লা (গোলাপ ফুল)
৫.মোঃ মোহসীন উদ্দিন (চশমা)
৬.মোঃ মুরাদ মিয়া (ঘোড়া)
৭.আলহাজ¦ মনিরুজ্জামান টুকু ফরাজী (টেলিফোন)
৮. আবুল হোসেন খান (অটোরিক্সা)
শিবচর :
১. মোঃ রাজন মিয়া (চশমা)
২. মোঃ আসাদুজ্জামান রিপন (ঘোড়া)
৩. মো:দিদার হোসেন (টেলিফোন)
৪. বাবুল ফকির (আনারস)
৫. নজরুল ইসলাম (মোটরসাইকেল)
৬.জাহাঙ্গীর খলিফা (হাতপাখা)
পাঁচ্চর :
১. মোঃ দেলোয়ার হাওলাদার (আনারস)
২. বাবুল হোসেন হাওলাদার (মোটরসাইকেল)
৩.জাকির হোসেন (হাতপাখা)
মাদবরচর :
১. চৌধুরী সুলতান মাহমুদ (মোটরসাইকেল)
২. মোঃ সাইদুর রহমান বাবুল (টেবিল ফ্যান)
৩. মোঃ ফজলুল হক মুন্সী (টেলিফোন)
৪. মাসুদ রানা (অটোরিক্সা)
৫. মিজানুর রহমান (ঘোড়া)
৬. মোহাম্মদ সেলিম মিয়া (চশমা)
৭. মো: হারুনুর রশিদ (আনারস)
৮.মো: রিপন মোল্লা (রজনীগন্ধা)
৯.ছামাদ মিয়া (হাতপাখা)
কুতুবপুর :
১. মোঃ আতিকুর রহমান মাদবর (চশমা)
২. মোঃ মনোয়ার হোসেন (আনারস)
৩. মোঃ ইব্রাহিম শিকদার (ঘোড়া)
৪. মোঃ ইউনুস হাওলাদার (গোলাপ ফুল)
৫. মো: আতিকুর রহমান (মোটরসাইকেল)
কাদিরপুর :
১. বি এম জাহাঙ্গীর হোসেন (আনারস)
২. শাহ আলম তালুকদার চান মিয়া (মোটরসাইকেল)
৩. মোঃ হাবিবুর রহমান (হাতপাখা)
দ্বিতীয়খন্ড :
১. মনোয়ারা বেগম (আনারস)
২. মফিজ উদ্দিন আহম্মেদ (চশমা)
৩. মো: বাদশা হাওলাদার (হাতপাখা)
৪. মোহাম্মদ সিরাজুল ইসলাম (মোটরসাইকেল)
৫. মোঃ মোতাহার হাওলাদার (টেলিফোন)
৬.মো: গোলাম মাওলা (ঘোড়া)
ভান্ডারীকান্দি :
১. শওকত হোসেন নান্নু (মোটরসাইকেল)
২. আবুল কালাম চোকদার (আনারস)
৩. সামচুল ইসলাম গাজী (ঘোড়া)
৪.মো: লুৎফর রহমান (হাতপাখা)
৫.মো: চাঁন মিয়া হাওলাদার (গোলাপ ফুল)
বাঁশকান্দি :
১. মোঃ আবুল বাসার মিয়া (টেবিল ফ্যান)
২. শাজাহান মোল্লা (ঘোড়া)
৩. মোঃ আইয়ুব আলী (মোটরসাইকেল)
৪. মোঃ আসাদুজ্জামান খোকন (চশমা)
৫. মো: দিদার হোসেন শিকদার (হাতপাখা)
৬. মোঃ আব্দুল হাই মিয়া (আনারস)
৭. টি এম ফারুক (টেলিফোন)
৮.মোসা. নাসিমা বেগম (রজনীগন্ধা)
৯.লিটন হায়দার (অটোরিক্সা)
১০.বিএম নুরুল ইসলাম (ঢোল)
বহেরাতলা উত্তর :
১. মোঃ জাকির হোসেন হায়দার (চশমা)
২. মোঃ নুরুল হক সিকদার (আনারস)
বহেরাতলা দক্ষিন :
১. মোঃ রোমানউজ্জামান (আনারস)
২. অলি উল্লাহ (টেলিফোন)
৩. গোলাম জাহাঙ্গীর মাতুব্বর (মোটরসাইকেল)
৪. মোঃ আবদুল বারী উকিল (চশমা)
৫.মান্নান উকিল (টেবিল ফ্যান)
শিরুয়াইল :
১. আতিকুর রহমান মুরাদ হাওলাদার (ঘোড়া)
২. মোঃ সুরাবউদ্দিন মাতুব্বর (টেলিফোন)
৩. মোঃ আজিজুর রহমান (টেবিল ফ্যান)
৪. আবুল কালাম সরদার (চশমা)
৫. মান্নান মাতুব্বর (আনারস)
৬. রানা হাওলাদার (মোটরসাইকেল)
৭.আসাদ সরদার (হাতপাখা)
৮.লিটন মোল্লা (ঢোল)
Leave a Reply