শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ
মাদারীপুরের শিবচরে বন্যাকবলিত ও দুস্থদের মাঝে সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের ৮ বীরের সেনা সদস্যরা বিশুদ্ধ পানি সরবরাহ করেন।
বুধবার (২৬ আগষ্ট) শরীয়তপুরের জাজিরা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সিহানুকের নেতৃত্বে শিবচর উপজেলা পাচ্চর ইউনিয়নের বাহাদুরপুর বাজারে ১৪০ টি বন্যাকবলিত পরিবারের মাঝে প্রায় ৭০০ লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অপারেশ কোভিড শিল্ড এর আওতায় (ইনএইড টু সিভিল পাওয়ার) সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের ৮ম বাংলাদেশ ইনফ্রেন্টেটি ব্যাটালিয়ন মাদারীপুর জেলার করোনা পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় বাহাদুপুর বাজারে ৮ম বীরের সদস্যগন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের মাধ্যমে প্রায় ৭০০ লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করেন।
এদিকে করোনাভাইরাইসের প্রকোপ মোকাবেলায় শুরু থেকেই সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ জেলার বন্যা কবলিত জনগণের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়ে সেনা সদস্যদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এসময় ক্যাপ্টেন সিহানুক বলেন,ভবিষ্যতেও বন্যা কবলিত মানুষের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন সহযোগীতা অব্যাহত থাকবে।
এসময় সেনাবাহিনীর কয়েকজন সদস্যসহ পাচ্চর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোলায়মান উপস্থিত ছিলেন।
Leave a Reply