সজিব মাদবর,কুতুবপুর থেকে
শিবচরে রান্না করা খাবার বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের ৮ বীরের সেনা সদস্যরা।
শনিবার (১ আগষ্ট) শরীয়তপুরের জাজিরা সেনা ক্যাম্পের মেজর জাহিদের নেতৃত্বে শিবচর উপজেলা কুতুবপুর এলাকায় ২২০ জন বন্যাকবলিত মানুষ ও স্থানীয় দারুল উলুম এতিমখানা ও নুরুল উলুম এতিমখানার ১৩০ জন এতিম দের মাঝে এ খাবার বিতরন করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অপারেশ কোভিড শিল্ড এর আওতায় (ইনএইড টু সিভিল পাওয়ার) সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের ৮ম বাংলাদেশ ইনফ্রেন্টেটি ব্যাটালিয়ন মাদারীপুর জেলার করোনা পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্ম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় শিবচর উপজেলার বন্যা কবলিত ও দুঃস্থ এতিমদের মাঝে ৯ম পদাতিক ডিভিশনের ঈদের শুভেচ্ছা হিসেবে দুপুরের রান্না করা খাবার বিতরণ করা হয়।
এদিকে করোনাভাইরাইসের প্রকোপ মোকাবেলায় শুরুতেই সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ জেলার বন্যা কবলিত জনগণের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়ে সেনা সদস্যদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর উর্দতন কর্মকর্তাসহ কুতুবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মতিউর রহমান।
Leave a Reply