শিবচরনিউজ২৪ডেস্কঃ
মাদারীপুরের রাজৈর উপজেলার নয়াকান্দি সুইচগেট এলাকা থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১১ বস্তা চালসহ ৩ জনকে আটক করা হয়।
রোববার (১২ এপ্রিল) দুপুরে হায়দার শেখ, বিদ্যুত শেখ ও সাইদুল শেখ নামের তিনজনকে আটক করে রাজৈর থানা পুলিশ । আটককৃত তিনজনের বাড়ি উপজেলার পশ্চিম সরমঙ্গল গ্রামে।
রাজৈর থানা পুলিশ সুত্রে জানা যায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় খালিয়া ইউনিয়ন পরিষদ থেকে ১১ বস্তা চাউল নিয়ে পার্শ্ববর্তী মুকসুদপুর উপজেলার শান্তিপুরে হায়দার শেখের চাতালের দিকে যাচ্ছে।এসময় পুলিশ সরকারি চালের ১১ বস্তা চালসহ ২ জন ব্যক্তিসহ ভ্যান চালককে আটক করে।
রাজৈর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, সরকারি চালসহ তাদের আটক করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে । এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
Leave a Reply