শিবচরনিউজ২৪ডেস্কঃ
মাদারীপুরের রাজৈরে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে । রোববার দুপুর সাড়ে ১২টার সময় রাজৈর হাসপাতালে আনার পর তার মৃত্যু হয় ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, উপজেলার পাইকপাড়া গ্রামের মহর আলি সেখ নামে এক বৃদ্ধ জ্বর, সর্দি, কাশি নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসার পর তার অবস্থা গুরুতর হওয়ায় মাদারীপুর হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
রাজৈর উপজেলা স্বাস্থ কমপ্রেক্সের এমও ডাঃ মিঠুন জানান, জরুরী সেবার দেয়ার জন্য ঔষধ প্রয়োগের পুর্বেই তিনি মারা যান । আমরা তার দেহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল কি-না তা নির্নয়ের জন্য নমুনা রেখে দিয়েছি। ঢাকা পাঠানো হবে।
উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন হাসপাতাল পরিদর্শন করেছেন।এছাড়াও প্রশাসনের নির্দেশে বাড়িটি লক ডাউন করা হয়েছে।
Leave a Reply