ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,শিবচরনিউজ২৪ঃ
সমন্বনিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায়’ জেলা কৃষি বিভাগ মাদারীপুর সদর উপজেলা অফিসের উদ্যোগে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা-২০২০ এর শুভ উদ্বোধন করা হয়
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় আচমত আলী খান মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে মাদারীপুর ২ আসনের সাংসদ শাজাহান খান এম পি, মেলার শুভ উদ্বোধন করেন।
এসময় শাজাহান বলেন, ‘বর্তমান সরকার কৃষকদের কাছে নতুন নতুন কৃষি প্রযুক্তি, উন্নত মানের বীজ ও সারসহ বিভিন্ন উপকরণ সময় মতো সরবরাহ করছে। ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছে।’
অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন, ড. রহিমা খাতুন, জেলা প্রশাসক মাদারীপুর,মোহাম্মদ মাহবুব হাসান,
জেলা পুলিশ সুপার, মোঃ মোয়াজ্জেম হোসেন, উপ পরিচালক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, মাদারীপুর, মোঃ ওবাইদুর রহমান খান, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মাদারীপুর সদর, মোঃ সাইফুদ্দিন গিয়াস উপজেলা নির্বাহী অফিসার, মাদারীপুর সদর উপজেলাসহ অন্যান্নরা।
Leave a Reply