মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে স্মাট কার্ড সংগ্রহ কালে তিন মহিলার গলায় থাকা স্বর্নের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় পুলিশ ও স্থানীয় জনগন ছিনতাইকারী চক্রের ৭ নারী সদস্যকে আটক করেন।
শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, নুরু ভানু,(৩০), মাহমুদা বেগম(২৮), হেলেনা বেগম(৫০), সাহেদা বেগম(৪০), পারুল বেগম(৪০), শেফালী বেগম(৩৫) ও আলেয়া বেগম(২৮)।তাদের সকলের বাড়ি ব্রাক্ষনবাড়ীয়া জেলার নাছিননগর থানার ডরমন্ডল ইউনিয়নের ডরমন্ডল গ্রামে বলে জানা যায়।
পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, ডাসার উপজেলা নির্বাচন অফিসের প্রতিনিধি দল উপজেলার নবগ্রাম ইউনিয়নে জনসাধারনের মাঝে স্মাট কার্ড বিতরন শুরু করেন।দুপুরে কার্ড গ্রহন করতে জনসাধারন ভীড় জমায়। এ সুযোগে মহিলা ছিনতাইকারী চক্র ভীড়ের মধ্যে ঢুকে কার্ড সংগ্রহকারী বীর মুক্তিযোদ্ধা চিন্তাময়ী বাড়ৈ, টুম্পা মল্লিক ও কাকলী সরদার এর গলায় থাকা স্বর্নের চেইন ছিনতাই করেন। সে সময় তাদের চিৎকারের স্মাট কার্ড বিতরণের দায়িত্বে থাকা ডাসার থানার টহলদল স্থানীয় জনগনের সহযোগীতায় ছিনতাই চক্রের ৭ সদস্যকে আটক করেন।
ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা চিন্তাময়ী বাড়ৈ বলেন,” সকালে স্মাট কার্ড আনতে যাই, সেখানে প্রচুর ভীর থাকায় তারা আমাকে ভীরের মধ্যে ঘীরে ধরে গলায় থাকা সারে ছয় আনি স্বর্নের চেইন থাবা দিয়ে ছিনিয়ে নেয়। আমি চিৎকার দিলে পুলিশ ও আশে পাশের লোকজন তাদের আটক করেন।”
টুম্পা মল্লিক বলেন, “প্রথমে আমি বুঝতে পারিনি,যখন শুনি চেইন ছিনতাইকারী ধরা পরছে,তখন আমি গলায় হাতদিয়ে দেখি আমার গলার চেইন নাই।”
ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, “কোথাও জনসমাগম হলে এরা সেখানে গিয়ে মোবাইল,টাকা ও স্বর্নের চেইন ছিনতাই করে। ডাসার থানার নবগ্রাম ইউনিয়নে স্মাট কার্ড বিতরণ স্পটে পুলিশ মোতায়ন ছিল। তাই ঘটনা ঘটার সাথে সাথে পুলিশ ও স্থানীয় জনগনের সহায়তায় তাদেরকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।”
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply