মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান।
মঙ্গলবার (১০ মে) পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এপ্রিল মাসের মাসিক অপরাধ সভায় সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। এসময় তার হাতে সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, পিপিএম।
ডাসার থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার,গ্রেফতারি পরোয়ানা তামিল, মুলতবি মামলা নিষ্পত্তি করা সহ বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসাবে কর্মদক্ষতা যাচাই করে তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, জেলার পাঁচটি থানার মধ্যে তার সামগ্রীক কর্মতৎপরতায় ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে আশা করি। পাশাপাশি ডাসারের জনগণ আরও ভালো সেবা পাবে।
ওসি মোঃ হাসানুজ্জামান জনকণ্ঠকে বলেন, এ পুরষ্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে।
এসময় মাদারীপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply