মাদারীপুর প্রতিনিধিঃ
শনিবার রাজধানীতে বিএনপির সমাবেশে যোগ দিতে মাদারীপুর জেলা থেকে প্রায় ৭ হাজার নেতাকর্মী যোগ দেওয়ায় কথা রয়েছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন ইউনিটের গুরুত্বপূর্ণ প্রায় ৫ হাজার নেতা কর্মী ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ৯ টার দিকে মুঠোফোনে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান এ তথ্য নিশ্চিত করেন।
এসময় তিনি বলেন,আগামীকাল বিএনপির ঢাকায় সমাবেশ। এটি স্মরনকালের সবচেয়ে বড় সমাবেশ হবে। ইতোমধ্য মাদারীপুর থেকে জেলা বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতারা ঢাকা অভিমুখে রওনা হয়ে অনেকেই ঢাকায় অবস্থান করছেন। এ পর্যন্ত প্রায় ৫ হাজার লোক ঢাকায় চলে এসেছেন।বাকি সবাই যার যার মত করে কাল সকালের মধ্যে চলে আসবে। ‘
তিনি আরো জানান, আপনারা জানেন,সরকার গতকয়েক দিন ধরে যেভাবে জনমনে ভয় ও ভীতি দেখাচ্ছে, আমাদের সিনিয়র নেতাদের গ্রেফতার করেছে।তাতে অনকেই ভীতিগ্রস্ত।ইতিমধ্যে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, জেলা যুবদলের সভাপতি ফারুক বেপারী, সদস্য সচিব মনিরুজ্জামান ফকু, ছাত্র দলের সভাপতি মেহেদী হাসান জাকির, সাধারণ সম্পাদক কামরুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট সাইফুল কবির ঢাকায় অবস্থান করছেন।তবে আমাদের শিবচর উপজেলা থেকে বেশি নেতা কর্মী সমাবেশে অংশগ্রহন করেছে।আমরা আশা করছি আগামীকাল মাদারীপুর থেকে ৭ হাজার নেতাকর্মী সমাবেশে অংশগ্রহণ করবে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বলেন, ‘এ মুহূর্তে সারা বাংলাদেশের জনগণ ও গণতন্ত্রের জন্য বাধা হচ্ছে আওয়ামী লীগ। তবে আমরা তাদের সব বাধা অতিক্রম করে আগামী ১০ তারিখের সমাবেশে মুক্তিকামী জনগণকে সাথে নিয়ে সমাবেশে যোগদান করে সমাবেশ সফল করব।’
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বলেন,ইতোমধ্যে আমাদের শিবচর থেকে দেড় হাজার নেতাকর্মী ঢাকায় এসেছে সমাবেশ যোগ দিতে।যেহেতু শিবচর ঢাকার কাছে তাই সকালের মধ্যে আরো ১ হাজার নেতাকর্মী ঢাকায় আসবেন।
মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া বলেন, ‘আমাদের অধিকাংশ নেতাকর্মীরা ঢাকায় পৌঁছে গিয়েছেন। এখনো যারা ঢাকায় পৌঁছাতে পারেননি তারা সবাই যারা যার অবস্থান থেকে ঢাকা অভিমুখে রওনা হয়েছেন। তবে ঢাকার প্রবেশ মুখে পুলিশ চেকপোস্ট বসিয়ে বাধা ও হয়রানির সৃষ্টি করছে। সব বাধা পেরিয়ে আগামীকাল সকালের মধ্যে মাদারীপুর থেকে ৮ থেকে ১০ হাজার নেতাকর্মী সমাবেশে অংশগ্রহণ করবেন।’
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply