শিবচরনিউজ২৪ডেস্কঃ
মাদারীপুরে ত্রাণের দাবীতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে হতদরিদ্ররা।
রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০ টা থেকে প্রায় ঘন্টা ব্যাপি সদর উপজেলার সমাদ্দার এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেন দিনমজুর হাজার হাজার নারী-পুরুষ।
এসময় তারা ত্রাণের দাবীতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। ঘন্টাব্যাপী বিক্ষোভের পরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্যানার-ফেস্টুন হাতে ত্রাণের জন্য রাস্তায় নামেন শিশু-কিশোর, নারীসহ সব বয়সের মানুষ। এ সময় দ্রুত ত্রাণ সহায়তা পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তারা।
বিক্ষোভ ও মানববন্ধন একঘন্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে সড়কে অবস্থান নেয়া নিন্মআয়ের মানুষদের সড়িয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এসময় বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, সদর উপজেলার দত্ত কেন্দুয়া ইউনিয়ন পরিষদ থেকে তিন সপ্তাহ আগে ত্রাণ দেয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেন পরিষদের কর্মকর্তারা। কিন্তু এখনো কোন ত্রাণ কিংবা খাদ্য সহায়তা দেয়া হয়নি নিন্ম আয়ের মানুষদের।
তারা আরো বলেন, আমরা বারবার ইউনিয়ন পরিষদে গিয়েও হতদরিদ্রদের ফিরে আসতে হয়েছে তাদের।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) মো. বদরুল আলম মোল্লা জানান, আমরা যখন সংবাদ পেলাম সমাদ্দারের কিছু লোক ত্রানের জন্য রাস্তা অবরোধ করে রেখেছে। আমরা ঘটনাস্থলে এসে তাদের আশ্বাস দেই যে আমরা আমাদের কর্মকতাদের সাথে কথা বলে আপনাদের এই সমস্যা সমধান করার চেস্টা করবো এরপর তারা রাস্তা অবরোধ ছেড়ে দেন এবং তারা বাড়ী চলে যান।
অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে শিবচরনিউজ২৪.কমকে খবর দিয়ে সেবা নিন।
Leave a Reply