ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, শিবচরনিউজ২৪.কম,মাদারীপুর
মাদারীপুরে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দাওয়াতি শাখার সদস্য খোকন মিয়াকে (২৭) আটক করেছে র্যাব-৮ হেড কোয়াটার।
সোমবার (১৫ জুন) ভোরে রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটক খোকন একই এলাকার ওয়াদুদ মিয়ার ছেলে।
উদ্বারকৃত বই,লিফলেট ও মোবাইল
র্যাব-৮ হেড কোয়টারের সিনিয়র এএসপি (মিডিয়া অফিসার) মুকুর চাকমা জানান, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্যরা মিটিং করছে এমন সংবাদের ভিত্তিতে রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামে অভিযান চালায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে বাকি সদস্যরা পালিয়ে গেলেও জেএমবির দাওয়াতি শাখার সদস্য খোকন মিয়াকে আটক করা হয়। এ সময় উগ্রবাদি বই, লিফলেট ও জঙ্গিবাদের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক খোকন জঙ্গি সংগঠনের সাথে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে বলেও জানায় র্যাবের এই কর্মকর্তা।
এদিকে আটক খোকন বিরুদ্ধে রাজৈর থানায় মামলা দায়েরর পরে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply