মাদারীপুর প্রতিনিধি,
ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বরাদ্ধ কম হওয়ায় তা গ্রহণ করেনি মাদারীপুর সদর উপজেলার ১৫ টি ইউনিয়নের চেয়ারম্যানরা।
এই নিয়ে সোমবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে, সদর উপজেলা পরিষদের চত্ত্বরে এক প্রতিবাদ সভা করেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।
প্রতিবাদ সভায় মাদারীপুর জেলা ইউপি চেয়ারম্যানদের সভাপতি সাখাওয়াত হোসেন সেলিম বলেন, আমরা জানতে পেরেছি এবছর সদর উপজেলায় ইউনিয়নে গড়ে ৯০ থেকে ১৫০ টি ভিজিএফের চাল বরাদ্দ এসেছে। যা গতবারের চেয়ে খুবই সামান্য।
আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনুদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি আমাদের বলেন, সরকারের জরিপ মতে মাদারীপুর জেলা ধনীর দিক থেকে তৃতীয় অবস্থানে থাকায় বরাদ্দ কম এসেছে। বাস্তবে আপনারা সাংবাদিকরা মাঠ পর্যায়ে গিয়ে জরিপ করে দেখেন কতোজন গরীব গত একবছরে ধনী হয়েছে। আমাদের জানামতে ১ শতাংশ গরীব মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নি। তাহলে এতো কম চাল কীভাবে দুস্থ মানুষের মধ্যে বিতরন করবো। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবছর এ ভিজিএফের চাল গ্রহণ করবো না।
এসময় চেয়ারম্যানদের সভাপতি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা গ্রামকে শহর বানানোর পরিকল্পনা গ্রহণ করেছে। গ্রামকে শহর বানাতে হলে প্রথমে মাটি দিয়ে রাস্তা তৈরি করতে হবে। কিন্তু আমাদের যে ৪০ দিনের মাটির তৈরির রাস্তার কর্মসূচী ছিলো হতদরিদ্রদের দিয়ে কাজ করানো, তা বন্ধ করে দেওয়া হয়েছে। এলজিএসপির যে টাকা বরাদ্দ আসতো তাও বন্ধ করে দেওয়া হয়েছে, কাবিখা ও টিআরের বরাদ্দ নামে মাত্র আছে। আমরা দাবী জানাই অতিদ্রুত এই প্রকল্পগুলো পুনরায় চালু করা হোক। নয়তো আমরা জেলার সকল চেয়ারম্যানরা কঠোর আন্দোলনে নামবো।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান,শিরখারা ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদার, দুধখালি ইউপি চেয়ারম্যান ফারুক খান, পাচখোলা ইউপি চেয়ারম্যান নাসিরউদ্দিন মোল্লা( টুকু), কেন্দুয়া ইউপি চেয়ারম্যান শাহ্ মো. রায়হান কবীর,পেয়ারপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান,কালিকাপুর ইউপি চেয়ারম্যান মো. ফায়েকুজ্জামান ও মোস্তফাপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান।
উল্লেখ, গত বছরেও মাদারীপুর সদরে ভিজিএফের ১০ কেজি করে চাল পেয়েছে ১৯ হাজার ৭শত ৩৯ টি দুস্থ পরিবার। এই বছর ঈদ উপলক্ষে সেই বরাদ্দ এসেছে ২ হাজার ১শত ৫২ টি।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply