ডেস্ক রিপোর্টঃ
“গাছ লাগাবো সবাই মিলে
অক্সিজেন নিবো বুক ভরে” এই শ্লোগানে শিবচর উপজেলায় ফেইসবুক ভিত্তিক সংগঠন “শিবচর ইয়ুথ সোসাইটি”
শিবচরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচীর মাধ্যমে তাদের সংগঠনের বৃক্ষরোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
শনিবার (১৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শিবচরস্থ সরকারি বরহামগঞ্জ কলেজ, রিজিয়া বেগম মহিলা কলেজ, শিবচর নন্দকুমার ইনষ্টিটিউশন ও শেখ ফজিলাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণের মাধ্যমে শিবচর ইয়ুথ সোসাইটির এই কার্যক্রম এর শুভ উদ্ভোধন করা হয়।
এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত থেকে শিবচর ইয়ুথ সোসাইটির এই কাজকে সাধুবাদ এবং শুভকামনা জানান।
শিবচর ইয়ুথ সোসাইটির পরিচালনা পর্ষদের সদস্য রাশেদ খান মামুন বলেন “শিবচর ইয়ুথ সোসাইটি” একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। দুই বছরের এই সংগঠনটি সকলের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই অনেকটা পথ। সকলের ভালোবাসা ও সহযোগিতায় শিবচর ইয়ুথ সোসাইটি হয়ে উঠবে সকল মানুষের আস্থা ও ভালবাসার আশ্রয় স্থল।
তিনি আরও বলেন, অক্সিজেন ছাড়া একটি সেকেন্ড ও কারো পক্ষে বাঁচা সম্ভব নয়। অথচ অক্সিজেনের প্রধান উৎস গাছ কেটে উজাড় করে দিচ্ছি। এই করোনা কালীন সময়ে অক্সিজেনের মূল্য কতো সেটা হাঁড়ে হাঁড়ে টের পেয়েছি আমরা।
তিনি বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষে ১ কোটি গাছ লাগানোর অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছেন।
আমরাও শিবচর ইয়ুথ সোসাইটির পক্ষ থেকে শিবচরের প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে একটি করে কৃষ্ণচূড়া গাছ লাগানোর প্রত্যয় ব্যক্ত করছি।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply