শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার(৩ মে) সকাল ৯ টা থেকে নৌরুটের সকল লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন
ঘাট সূত্রে জানা গেছে, সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে। কালবৈশাখীর আভাস দেখা দেয় প্রকৃতিতে। সকাল নয়টার দিকে বাতাস শুরু হলে দূর্ঘটনা এড়াতে নৌরুটের সকল লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। চলাচলরত নৌযানকে নিরাপদে থাকতে নির্দেশ দেয়।
বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন,’দূর্ঘটনা এড়াতে সকাল ৯ টা থেকে সকল লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু হবে।”
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply