কাঠালবাড়ি ব্যুরোঃ
ঘুর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে একদিন বন্ধ থাকার পর মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌরুটে
সীমিত আকারে ফেরী চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মে) রাত সাড়ে আটটার দিকে ফেরি চলাচল শুরু করেছে। বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ফেরিঘাট সূত্রে এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ উপকূলে আঘাত হানার পূর্বে বুধবার ভোর ৬ টা থেকে কর্তৃপক্ষের নির্দেশে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। বুধবার বাতাস ও ঢেউয়ের ধাক্কায় শিমুলিয়া ফেরিঘাটগুলো ক্ষতিগ্রস্ত হয়। বৃহস্পতিবার সকাল থেকে ঝড়ো বাতাস বইতে থাকলে পদ্মানদী উত্তাল হয়ে উঠে। বিকেলের দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হলে রাত আটটার দিকে ফেরিতে যানবাহন লোড করার নির্দেশ দেয় ঘাট কর্তৃপক্ষ। পরে সাড়ে আটটার দিকে যাত্রী ও যানবাহন ‘কুঞ্জলতা’ ফেরিটি ।পরে রাত ১০ টায় ‘ক্যামেলিয়া’ ফেরিটি শিমুলিয়ার উদ্দেশ্যে বাংলাবাজার ঘাট ছেড়ে যায়।
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ বলেন,‘ আমরা কর্তৃপক্ষের নির্দ্দেশে সীমিত পরিসরে আমরা ফেরি চালু করেছি। এ পর্যন্ত ২ টি ফেরি ঘাট ছেড়ে গেছে। মাঝপদ্মায় পরিস্থিতি স্বাভাবিক থাকলে ফেরি চলাচল করবে।’,
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply