বাংলাদেশে নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে একথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা.আবুল কালাম আজাদ।
তিনি বলেন, দেশে নতুন করে ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত।দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা ১৭ জন। নতুন আক্রান্তরা সবাই একই পরিবারের সদস্য। এরমধ্যে একজন নারী , তার বয়স ২২ বছর। দুইজন পুরুষ-তাদের বয়স যথাক্রমে ৬৫ ও ৩২ বছর। এরা সবাই ইতালি ফেরত প্রবাসীর সংস্পর্শে এসে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
তিনি আরো বলেন, আইইডিসিআর গত ২৪ ঘণ্টায় প্রায় ২৫ হাজার ৯১৬টি ফোনকল এসেছে। বিদেশে থেকে আগত ৪৩ জন সঙ্গরোধে আছেন।
Leave a Reply