শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ
করোনা ভাইরাস প্রতিরোধে মাস্কের ব্যবহার নিশ্চতকরণে সচেতনতামূলক কার্যক্রম ও প্রশাসনের ঘোষিত নির্দিষ্ট সময়ের পরে দোকান খোলা রাখায় মোবাইল কোর্ট পরিচালনা করে শিবচর উপজেলার বিভিন্ন বাজার ও স্থান থেকে দোকান মালিকসহ ১৬ জনের কাছ থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল (১৭ আগষ্ট) রাতে শিবচর পৌরসভার বিভিন্ন এলাকা,পাচ্চর বাজার,মাদবরেরচর এলাকা,বেইলিব্রীজ বাজার এলাকাসহ কয়েকটি এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালানা করা হয়।
পরে আজ মঙ্গলবার (১৮ আগষ্ট) দুপুরে সংক্রামক রোগ(প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল )অাইন ২০১৮,৬১ অাইন ধারা ২৪(১) অনুযায়ী স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করায় ও দোকান খোলা রাখার দায়ে ১৪ জনকে ১০ হাজার টাকা করে ১ লাখ ৪০ হাজার টাকা ও ২ জনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
শিবচর ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান জানান,প্রশাসনের ঘোষিত নির্দিষ্ট সময়ের পরে দোকান খোলা রাখেন।এছাড়াও সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না।তাই আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করছি।পরবর্তীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply