স্টাফ রিপোর্টার : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে দুজন মারা গেলেন। এ ছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন চারজন।
শনিবার (২১ মার্চ) দুপুরে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
গেল ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করে আরও চারজনের করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।
তিনি জানান, সারাদেশে ১৪ হাজার জন আছেন হোম কোয়ারেন্টিনে। প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৫০ জন।
প্রসঙ্গত, গত ৮ মার্চ বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এরপর দিনে দিনে এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে
Leave a Reply