ঢাবি প্রতিনিধি:
মাদারীপুর জেলার শিবচর উপজেলা থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নবীন বরণ ও বারবিকিউ পার্টি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সলিমুল্লাহ মুসলিম হল মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত শিবচর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ শিবচর উপজেলা ছাত্রকল্যাণ সংস্থা (ময়নাকাটা)-র উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য (যুগ্মসচিব) মুনির হোসাইন খান, পুলিশের লালবাগ জোনের ডিবির এডিসি মোস্তফা কামাল পিপিএম (সেবা), ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহিম মিয়া, ফরিদপুরের আলফাডাঙ্গার ইউএনও শেখ রফিকুল হক,হাতিরঝিল থানার এসআই আব্দুল কাদের (রাশেদ), ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-দপ্তর সম্পাদক শেখ নকিবুল ইসলাম সুমন, মাদারীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন সবুজ, শিবচর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ মাদবর, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরীর ছেলে নাবিল চৌধুরী, ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কাজী জাহিদুল হাসান রাজন, ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ শিবচর উপজেলা ছাত্রকল্যাণ সংস্থা (ময়নাকাটা)-র প্রতিষ্ঠাতা সভাপতি কামরুজ্জামান লিখনসহ অনেকেই।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়নাকাটার বর্তমান সভাপতি মো. সজিব মিয়া ও সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন বেপারী ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ময়নাকাটা’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমেদ মুনীর তাঈফ। অনুষ্ঠানটি নবীন-প্রবীনদের মিলনমেলায় পরিণত হয়। নবীন-প্রবীনদের এ মিলনমেলা আয়োজন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত শিক্ষার্থীদের ধন্যবাদ জানান আমন্ত্রিত অতিথিবৃন্দ। তারা প্রত্যাশা ব্যক্ত করেন ভবিষ্যতে এ ধরনের মিলনমেলা আরও বেশি আয়োজন করার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে সব সময় সহযোগিতা করা ও পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। শিবচরকে শিক্ষার নগরী হিসেবে গড়ে তোলা, শিবচর থেকে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. ইব্রাহিম মিয়া বলেন, “যদি তোমাদের এলাকায় কোনো শিক্ষার্থী গরীব ও মেধাবী থাকে তবে আমরা সকলেই মিলে তাকে সহযোগিতা করব।” আলোচনা সভায় নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয়। আলোচনা সভা শেষে সকলেই নৈশভোজে অংশগ্রহণ করেন।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply