মাদারীপুরের শিবচরে করোনা ভাইরাসের ঝুঁকির মধ্যে মানুষের সমাগম ঠেকাতে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে।এ উপজেলায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় পুলিশি টহলও জোরদার করা হয়েছে।
শনিবার (২১মার্চ) সকাল থেকে বিভিন্ন সড়কে পুলিশি টহল দেখা যায় তবে দুপুরের পর থেকে পুলিশের এ টহল আরো জোরদার করা হয়।দুপুর থেকে প্রতিটি এলাকার প্রবেশ ও বাহির হওয়ার পথ গতিরোধ করে এসব এলাকায় নিয়োজিত পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়,শিবচর উপজেলায় করোনা সংক্রামক বিস্তার প্রতিরোধে শিবচরের বিভিন্ন এলাকায় ১৬ টি চেকপোস্ট বসানো হয়েছে। এজন্য প্রায় ২শত ৫০জন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রনালয়ের ঘোষনা অনুযায়ী, মাদারীপুরের শিবচর উপজেলায় প্রবাসীদের আনাগোনা বেশি থাকায় এবং প্রবাসীরা হোম কোয়ারেন্টাইন মেনে না চলার কারনে করোনা ভাইরাস ঝুঁকিতে রয়েছে।
অন্যদিকে গতকাল (২০ মার্চ) বিকেলে শিবচর থানায় এক প্রেস ব্রিফিং এ ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নুরে আলম মিনা বলেন, করোনা ভাইরাসের কারণে উপজেলার ২টি ইউনিয়ন ও পৌরসভার ২ টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ রয়েছে। এ এলাকাগুলো প্রশাসনের বিশেষ নজরে রয়েছে।তাই শনিবার থেকে শিবচরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, শিবচরে করোনা ভাইরাসের ঝুঁকির মধ্যে এছাড়া শিবচর উপজেলা প্রশাসন এখানকার চারটি এলাকাকে ঝুঁকিপূর্ন হিসেবে চিহ্নিত করেছে সেসব এলাকাসহ পুরো উপজেলায় যেন কোন জনসমাগম না হয় এবং গনপরিবহন বন্ধে আমরা এ পদক্ষেপ নিয়েছি।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply