1. : deleted-e5fzDXca :
  2. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  3. jmitsolutionbd@gmail.com : jmmasud :
  4. : wp_update-1720111722 :
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বিএনপি’র সমাবেশে একাধিক হত্যা মামলার আসামী ও আওয়ামীলীগের চেয়ারম্যান!যোগ দিলেন অন্যান্নরা শিবচরে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যদের মৃত্যু শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু দাদন ফকির পুলিশে ঢুকেই ‘বাদশাহ ‘ বাংলাদেশ শিক্ষক -কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যানের রোগ মুক্তি কামনায় দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত শিবচরে ভোক্তা অধিকারের অভিযান, ৫১ হাজার টাকা জরিমানা দীপ্ত দে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ২৭ জনের নামে মাদারীপুরে মামলা শিবচরের হৃদয় হোসেন শিহাব হত্যার আসামী দিলীপ কুমার আগরওয়াল ৩ দিনের রিমান্ডে লক্ষ্মীপুরে বন্যার্তদের জন্য ৩ হাজার প্যাকেট ত্রাণ পাঠালো মানবিক শিবচর এক্সপ্রেস শিবচরে মানসিক প্রতিবন্ধীকে নির্মমভাবে হাতুরিপেটা, এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ

জনশূন্য বাংলাবাজার ঘাট

  • প্রকাশিত : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১, ৪.১১ পিএম
  • ৫৬৮ জন সংবাদটি পড়েছেন।

কাঠালবাড়ি ব্যুরোঃ

 

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের ‘সর্বাত্মক লকডাউনের’ ঘোষণায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি ব্যতিত সবধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। তবে ফেরীতে জরুরী পন্যবাহী যানবাহন পার করা হলেও যাত্রী পারাপার শুন্য।যেখানে গতকাল সারাদিন নৌযান ও যানবাহনের যাত্রীদের ছিলো উপচে পড়া ভীড় আজ তার সম্পূর্ণ ব্যতিক্রম।

বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে বাংলাবাজার ঘাটে গিয়ে দেখা যায় , ঘাটের নোঙ্গর করে রাখা হয়েছে সকল লঞ্চ ও স্পীডবোট তবে সকল ফেরী চলাচল করায় ঘাটে পারের অপেক্ষায় প্রায় ২ শতাধিক যানবাহন রয়েছে।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চ ঘাট সূত্রে জানা যায়, লকডাউনের ঘোষনার পর লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। কয়েকটি লঞ্চে দেখাশোনা করার জন্য লঞ্চের স্টাফরা ঘাট এলাকায় ঘুরাঘুরি করছেন।

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ফেরীঘাট সূত্র জানিয়েছে, ঘাটে ১০/১২ টি ফেরি চলাচল করছে। সাধারন কোন যাত্রী ঘাট এলাকায় নেই। পন্যবাহী পরিবহন পারাপার করা হচ্ছে। কঠোর লকডাউনে সাধারন যাত্রীরা ঘর থেকে বের হয় নি। তাই যাত্রী শূন্য রয়েছে বাংলাবাজার ঘাট এলাকা।

স্বাভাবিক সময়ে এ নৌরুটে ১৮টি ফেরি, ৮৭টি লঞ্চ ও ২শতাধিক স্পিডবোট নিয়মিত চলাচল করে।

বরিশাল থেকে আসা যাত্রী মাহবুবর রহমান জানান, ঢাকায় আমার বড় ভাই গুরুতর অসুস্থ্য। খবর পেয়ে সকালে ঘাটে এসেছি। বরিশাল থেকে ভেঙ্গে ভেঙ্গে অনেক কষ্ট করে এসেছি। এখন দেখি ঘাটে নৌচলাচল বন্ধ। ঘাটে কোন নৌযানই চলাচল করছে না। যেই অবস্থা মনে হয় ঢাকা যাওয়া হবে না, তাই আবার বাড়ি ফিরে যেতে হবে’

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের লঞ্চ মালিক সমিতির সভাপতি বিএম আতাউর রহমান জানান, লকডাউন ঘোষণার শুরু থেকে আমরা এ রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছি। আজ বুধবার থেকে কঠোর লকডাউনের ঘোষণার পর থেকে ৮৭টি লঞ্চই সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। এছাড়া স্পিডবোটগুলো সম্পূর্ণ বন্ধ। কোন মানুষই এখন ঘাট দিয়ে পারাপার হতে পারছে না। বাংলাবাজার ঘাট এখন জনশূন্য হয়ে পড়েছে।

বাংলাবাজার ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আশিকুর রহমান বলেন,’সকাল থেকেই ঘাট এলাকায় পুলিশের টহল রয়েছে। বাংলাবাজার লঞ্চ,স্পিডবোট, ফেরিঘাট ও আশেপাশের সড়কে পুলিশের চেকপোষ্ট ও টহল রয়েছে। কোন যাত্রীই ঘাট এলাকায় নেই।’

বিআইডব্লিটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো: সালাউদ্দিন মিয়া জানান, সরকারের ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিনে সবধরনের ফেরি চলাচল করছে তবে ফেরীতে এ্যাম্বুলেন্স, লাশবাহী এ্যাম্বুলেন্সসহ জরুরী পরিবহন পারাপার হচ্ছে ‘

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2022
Don`t copy text!