শিবচর প্রতিনিধিঃ
চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় একটি মাহফিলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের শিবচর উপজেলার বাহাদুরপুরের পীর আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ হাসানসহ ৩ জন আহত হয়েছেন।এসময় আহত হয়েছেন তার সফরসঙ্গী মোহাম্মদ ফজলুল করিম ও গাড়ি চালক মোঃ রফিক খান।
রোববার (৮ জানুয়ারি ) রাত সাতটার দিকে চাদপুর জেলার মতলব থানার এলাকার মতলব ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তার সফরসঙ্গী মোহাম্মদ ফজলুল করিম মুঠোফোনে বলেন,বিকেলে আমরা ঢাকা থেকে ঐতিহাসিক মেনাপুর এলাকার পীর বাদশা মিয়ার ময়দানে বাৎসরিক ওয়াজ মাহফিলে যোগদেওয়ার উদ্দেশ্য একটি গাড়িতে চড়ে রওনা হই।গাড়িটি পথি মধ্যে মতলব শহরের কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা সামনে এসে পড়ে।পরে আমাদের গাড়িটি অটোরিকশাকে বাঁচাতে গেলে উল্টে যায়।এসময় আমরা সবাই আহত হই।পরে স্থানীয় লোকজনের সহায়তায় ওই এলাকা আমরা প্রাথমিক চিকিৎসা নেই।আমরা সবাই হাতে ও শরিরে সামান্য ব্যাথা পেয়েছি।
বর্তমানে আমরা চাদপুর থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হয়েছি।
তিনি আরো বলেন,আল্লাহর মেহেরবানি ও আপনাদের দোয়ায় আমরা বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply