শিবচরনিউজ২৪ ডেস্কঃ
মাদারীপুর পৌরসভার ০৮ নং ওয়ার্ডের চরমুগরিয়ায় করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্ত দিন মজুর,হতদরিদ্র মানুষের মাঝে খাবার বিতরন করলেন Rab-০৮।
শুক্রবার (৩ এপ্রিল ) Rab-০৮ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার তাজুল ইসলামের নেতৃত্বে ৩০জন গরীব দিন মজুর,ভ্যান চালককে চাল,ডাইল,আলু,চিড়া,মুড়ি,তৈল,গ্লুকোজ,স্যালাইন বিতরন করেন পাশাপাশি নিজের ঘর ও পরিবেশ জিবানু মুক্ত রাখতে ব্লিচিং পাউডার বিতরন করেন।
কোম্পানি কমান্ডার, তাজুল ইসলাম সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে খাবার বিতরন করতে বলেন এবং সরকার নির্দেশিত নিয়ম মেনে চলতে অনুরোধ করেন।তিনি চরমুগরিয়ার কৃতি সন্তান হাজী খলিলুর রহমানের বড় ছেলে(বড় খলিল) সবুজ বেপারীকে ধন্যবাদ জানান ৪০০ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করার জন্য।
অন্যায়ের ও দূর্নীতির বিরুদ্ধে শিবচরনিউজ২৪.কমকে তথ্য দিয়ে সেবা নিন।
Leave a Reply