শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে মাদারীপুর জেলার শিবচরে হিরু মাতুব্বর(৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার(১১ নভেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের খাড়াকান্দি চকেরবাড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হিরু মাতুব্বর পেশায় রাজমিস্ত্রী ছিলেন।প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে গলায় ও মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা জানান,,’এলাকার বিএনপির দুইগ্রুপ নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে রোববার(১০ নভেম্বর) রাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আহত হয় ৮ জন। ওই ঘটনার জের ধরে সোমবার দুপুরে ফের সংঘর্ষ হলে একজনের মৃত্যু হয়।
জানা গেছে, উপজেলার দত্তপাড়া ইউনিয়নের খাড়াকান্দি গ্রামে বিএনপিকে ঘিরে দুটি বলয় তৈরি হয়েছে। এলাকায় ফরাজি, মোল্লা এবং মাতুব্বর এই তিনটি গোষ্ঠী বেশ শক্তিশালী। আওয়ামীলীগের শাসনামলে মাতুব্বর ও ফরাজী গোষ্ঠী আওয়ামীলীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। অন্যদিকে মোল্লাগ্রুপ বিএনপির সমর্থক। এদিকে ৫ আগষ্টের পটপরিবর্তনের পর বিএনপির দুটি গ্রুপ তৈরি হয়। এর মধ্যে শাহাদাত হোসেন একটি এবং মালেক মোল্লা আরেক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। বিএনপির দুই গ্রুপের মধ্যেই স্থানীয় মাতুব্বর ও ফরাজী গোষ্ঠীর লোকজনের সমর্থন রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন,’মূলত নিজেদের আধিপত্য জানান দিতেই রোববার বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে। একই সূত্র ধরেই সোমবার মার্ডার হলো। এখানে দলীয় রাজনীতির চেয়ে স্থানীয় গ্রাম্য রাজনীতির ভূমিকাই বেশি।’
নিহতের স্ত্রী রোজিনা বলেন,’ঘরের বাইরে বের হতেই আমার স্বামীকে কুপিয়ে পাশের পুকুরে ফেলে যায়। আমরা পুকুর থেকে আনতেই দেখি আর নাই! টুকু ফরাজির লোকজন আমার স্বামীরে মাইরা ফেলছে।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোকতার হোসেন বলেন,’দত্তপাড়া খাড়াকান্দি এলাকার দুই দল নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে রোববার রাতে সংঘর্ষে বাঁধে। এসময় আহত হয় কমপক্ষে ৮ জন। ওই জের ধরেই সোমবার দুপুরে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় হিরু মাতুব্বর নামে একজনের মৃত্যু হয়।’
তিনি আরও বলেন,’খবর পেয়ে শিবচর থানা পুলিশ, সেনাবাহিনীর টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।’
Leave a Reply