বিনোদন ডেস্ক
এই সমেয়র জনপ্রিয় শিল্পীদের কন্ঠে গীতিকবি সৈয়দ মিনারের ২৫ টি গানের মিউজিক ভিডিও ‘মিনার মিউজিক মঞ্চ’ নামের ইউটিউব চ্যানেলে ধারাবাহিক ভাবে প্রকাশিত হচেছ। গত ১ ফেব্রæয়ারি চ্যানেলটিতে কামরুজ্জামান রাব্বির কন্ঠে ‘নূরনাহার’ শিরোনামের গানটি প্রকাশের মধ্য দিয়ে চ্যানেলটির আত্মপ্রকাশ হয়।
এই প্রসঙ্গে গীতি কবি সৈয়দ মিনার বলেন, ‘মিনার মিউজিক মঞ্চ’ নামের আমাদের ইউটিউব চ্যানেলটিতে আমার লেখা ২৫ টি গান বাউল শফি মন্ডল, গামছা পলাশ, রাজিব শাহ, ক্লোজআপ তারকা সালমা, অবিনাশ বাউল, মাহতিম সাকিব, এফ এ সুমন, শামস ভাই সহ বিভিন্ন শিল্পীরা গেয়েছেন।
তিনি বলেন, ‘আমরা প্রতি সপ্তাহে একটি করে গানের মিউজিক ভিডিওসহ গানগুলো আমাদের চ্যানেলে প্রকাশ করছি। গানগুলো সুর ও কথা ধর্মীয়ম, ভক্তিমূলক, প্রেমের ও আধ্যত্মিক ধারায় তৈরী করা হয়েছে। আশা করছি, সব গানগুলো মানুষের হৃদয়ে দীর্ঘদিন গেঁথে থাকবে।’
Leave a Reply