শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শিবচরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শিবচর পৌর এলাকায় এ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
যানা গেছে, শিবচর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় নেতাকর্মীরা বেগম খাদেলা জিয়ার রোগমুক্তি কামনা করেন। এছাড়াও সকল অপশক্তির মোকাবিলা করে বিএনপির এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান, সাধারণ সম্পাদক মো. জহের গোমস্তা, শিবচর পৌর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন শফিক, সাধারণ সম্পাদক ইমতিয়ার হোসেন চৌধুরী, সহসভাপতি মামুন গোমস্তা, এ্যাড. শাহিন মিয়া, বাঁশকান্দি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
Leave a Reply