লিটন ফকির,কালকিনি থেকে
মাদারীপুরে কলকিনি পৌরসভার নির্বাচনী প্রচারণার সময় পুলিশের গাড়িতে তুলে নেওয়ার ১৩ ঘণ্টা পর বাড়ি ফিরেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজ।
শনিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে তিনি কালকিনির নিজ বাড়িতে ফিরেছেন ।
পারিবারিক সুত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে কালকিনি পৌর এলাকার পালপাড়ায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজ। এ সময়
মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান তার মোবাইল ফোনে কল দিয়ে তাকে (পুলিশ সুপারের সাথে)দেখা করকে বলেন। তার কিছুক্ষণ পরই সেখানে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিরউদ্দিন গাড়ি নিয়ে সবুজকে তুলে নিয়ে যায়। পরে সন্ধা পর্যন্ত সবুজ ফিরে না আসায় তার সমর্থকরা তার বাড়িতে জড়ো হতে থাকেন। পরে সন্ধার দিকে প্রতিবাদে বিক্ষোভ করে কালকিনি থানা ঘেরাও করেন সবুজের সমর্থকরা। টায়ার জ্বালিয়ে স্লোগান দেন বিক্ষুব্ধরা। এ সময় কালকিনি-ভুরঘাটা ও কালকিনি-মাদারীপুর আঞ্চলিক সড়কে প্রায় তিন ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে বিক্ষোভ মিছিলে নৌকার সমর্থকরা হামলা চালান।এসময় পুলিশও হামলায় যোগ দেন। এতে প্রায় ৩০ জন আহত হন। ভাঙচুর করা হয় দোকানপাট,সাংবাদিকদের ব্যবহৃত মোটরসাইকেল । পরে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে মেয়রপ্রার্থী মশিউর রহমান সবুজ বলেন, ভোররাতে আমি বাড়ি ফিরেছি।একটু বিজি আছি, বিস্তারিত পরে জানাব।
কালকিনি থানার ওসি নাছিরউদ্দিন মৃধা মোবাইল ফোনে বলেন, ‘মেয়র প্রার্থী সবুজ নিজে তার ব্যক্তিগত কাজে হঠাৎ ঢাকায় যাবেন। আমি মাদারীপুরে যাচ্ছিলাম, তাই তিনি আমার গাড়িতে তিনি মাদারীপুর গেছেন। এর পর তিনি কোথায় গেছেন, তা আমি জানি না।তবে তিনি রাতে তিনি বাড়ি ফিরেছেন, এখনো বাড়িতেই আছেন’
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply