নাসিরুদ্দিন ফকির লিটন,কালকিনি থেকে,
মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্বএনায়েত নগর এলাকার কালাই সরদারের চর গ্রামের বিলের শরিষা ক্ষেতে এই শীত মৌসুমে প্রচুর ফুল ধরেছে। নয়ন ভুলানো দৃশ্য একনজর দেখতে প্রতিনিয়ত প্রকৃত প্রেমীরা ভীর জমাচ্ছে। এ ক্ষেতের পাশেই এলাকাবাসির প্রকৃতি উপায় মধু খাওয়ার সুবিধার্থে উপজেলা কৃষি অফিসের সহযোগীতায় মৌ চাষী মিজানুর রহমান এপিচ মেলিফির পদ্ধতিতে মৌ চাষের ব্যবস্থা করেছেন। এ মৌ চাষ পদ্ধতি দেশব্যাপী কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষে আজ সোমবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, পূর্ব এনায়েতনগর ইউপি চেয়ারম্যান রেহানা নেয়ামুল আকন ও ইউপি সদস্য মোঃ রেজাউল করিম প্রমুখ। এসময় উপস্থিত অতিথিরা বলেন, এখান থেকে মধু আহরন করে ভারত, কেনাডা ও অষ্ট্রেলিয়াসহ বিভিন্ন রাষ্টে রপ্তানি করা হচ্ছে।
Leave a Reply