কালকিনি করেসপন্ডেন্টঃ
কালকিনিতে মানহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে একটি ফার্মেসীকে জরিমান করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেন কালকিনি থানা পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যম এ জরিমানা করেন।
কালকিনি উপজেলা প্রশাসন সুত্রে জানা যায় , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গালীব ফার্মেসীর পরিচালক বাহারউল্লাহ দীর্ঘদিন ধরে মানহীন মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।পরে বিকালে ভ্রাম্যমান আদালত বসিয়ে গালীব ফার্মেসীর পরিচালকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
Leave a Reply