কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে এক বিএনপি নেতার বাবার মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে না যাওয়ার জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ কমপক্ষে ৬ জন আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়ছে। তবে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার সাহেবরামপুর ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল রাজ্জাক হাওলাদার তার বাবা মরহুম আবদুল মান্নান হাওলাদারে মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে গত শুক্রবার বাদ জুমা ক্রোকিরচর গ্রামে এক ভোজের আয়োজন করে। এ মৃত্যুবার্ষিকীতে কেন্দ্রীয় বিএনপির সহগনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদারসহ উপজেলা পর্যায়ের কিছু নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে আবদুল রাজ্জাক হাওলাদারের পক্ষ থেকে নুরু শিকদার দাওয়াত দেন একই এলাকার হারুন শিকদার, নিজাম শিকদার ও শাহআলম শিকদারসহ বেশ কয়েকজনকে। কিন্তু অনুষ্ঠানে তারা কেউ না যাওয়ার জেরে ক্ষিপ্ত হয়ে ক্রোকিরচর গ্রামের ভাসাই শিকদার, নুরু শিকদার, মজিবর শিকদার ও লিটন শিকদারসহ বেশ কয়েকজন মিলে কবরস্থানে কাজ করার সময় হারুন শিকদার, নিজাম শিকদার ও শাহআলম শিকদারের উপর লাঠিসোঠা নিয়ে হামলা চালায়। এসময় তাদের বাঁধা দিলে আহত হন বৃদ্ধ হারুন শিকদার(৬২), নিজাম শিকদার(৪০) ,শাহআলম শিকদার(৪৫), নেয়ামত(১৮) ও আসমা বেগমসহ(৩০) ৬জন। পরে আহতদেরকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
আহত নিজাম শিকদার বলেন, মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে না যাওয়ার কারনে আমাদের উপর এ হামলার ঘটনা ঘটিয়েছে ভাসাই শিকদার ও নুরু শিকদারসহ ১০/১২ জন মিলে। আমরা থানায় মামলা করার প্রস্তুতি নিয়েছি।
তবে প্রতিপক্ষ ভাসাই শিকদার ঘটনা অস্বীকার করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাছির উদ্দিন মৃধা বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থ্য নেয়া হবে।
Leave a Reply