মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জেরে বোমা হামলায় মনির চৌকিদার (৪৫) নামে একজন নিহত হয়েছে।
সোমবার রাতে সাড়ে ৮ টার দিকে ঘটনা ঘটে।
নিহত মনির কালকিনি উপজেলার চরদৌলতখান (সি.ডি.খান) ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ঐ এলাকার চান মিয়া সিকদার ও মান্নান সরদারের লোকজনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে সোমবার রাতে মিয়ারহাট লঞ্চঘাট এলাকায় মনির চৌকিদারকে একা পেয়ে বোমা হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই মনির চৌকিদার নিহত হন।নিহত মনির চৌকিদার চান মিয়া সিকদার গ্রুপের সদস্য ছিল।
এব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃশামীম হোসেন জানান,খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply