কালকিনিতে বাঁশের সাঁকো দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
মাদারীপুরে বাঁশের সাঁকো দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইউসুফ খান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
কালকিনি উপজেলার গোপালপুর গ্রামে শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ একই গ্রামের মো. জব্বার খানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার নিজ বাড়ির পাশে একটি বাঁশের সাঁকো দিতে যায় ইউসুফ খান। এ সময় অসাবধানবশত বিদ্যুতের তারের সঙ্গে বাঁশ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় ইউসুফ। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রেজাউল করিম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন মরদেহ নিয়ে গেছে।
Leave a Reply