কালকিনি করেসপন্ডেন্টঃ
মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদীতে ডুবে জিসান হাওলাদার (২)নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জিসান উপজেলার রমজানপুর এলাকার দক্ষিণ রমজানপুর গ্রামের সাইমুন ইসলাম বাবু হাওলাদারের ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, সকালে জিসানের পরিবারের লোকজন বাড়ির বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলেন । এসময় জিসান একা সবার চোখ ফাঁকি দিয়ে ঘরের পাশে আড়িয়াল খাঁ শাখা নদীর পাড়ে খেলতে গিয়ে হঠাৎ করে পাঁ পিচলে গভীর পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুজি শেষে স্থানীয় লোকজন নদীর পানিতে থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে নিহত শিশুর প্রতিবেশী দক্ষিণ রমজানপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা এসকে তালুকদার বলেন, শিশু জিসান একা নদীর পাড় খেলতে গিয়ে গভীর পানিতে ডুবে ঘটনাস্থলেই মারা গেছে।
Leave a Reply