প্রতিনিধি কালকিনিঃ
মাদারীপুরের কালকিনিতে দুই কেজি গাঁজাসহ মোঃ রবিউল বয়াতী-(২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ আগস্ট) সকালে কালকিনি উপজেলার কয়ারিয়া এলাকার লঞ্জঘাট থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রবিউল ইসলাম বরিশালের গৌরনদী পৌর এলাকার তিখাসার গ্রামের রুস্তম বয়াতীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ওই এলাকায় একটি চক্র মাদাক কেনা বেচা করছে।পরে থানার উপ পরিদর্শক সুমন কুমার আইচের নেতৃত্বে পুলিশের একটি দল আভিযানিক দল প্রায় দুই ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আসফাক রাসেল বলেন, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ কালকিনি থানা এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। এ ঘটনায় থানায় রবিউলের নামে মাদক আইনে একটি মামলা হয়েছে।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply