কালকিনি করেসপন্ডেন্টঃ
মাদারীপুরের কালকিনিতে করোনাভাইরাসের কারণে কর্মহীন দরিদ্র বেঁদে সম্প্রদায়ের পরিবারের মাঝে খাদ্যসহায়তাসহ বিভিন্ন মানবিক সহায়তা করেছেন মাদারীপুর জেলা পুলিশ। এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউন ও বিভিন্ন হাটবাজারের সামাজিক দূরত্ব বজায় কার্যকর করতে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র শ্রমজীবী পরিবারের মানুষদের জন্য মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে জেলা পুলিশ। এ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মানবিক সহায়তা চলবে। জেলা পুলিশ নিজ অর্থায়নে কালকিনি পৌর এলাকার বড় ব্রীজের পাশে বসবাসকারী বেঁদে সম্প্রদায়ের মাঝে চাল, ডাল ও তেলসহ বিভিন্ন সামগ্রী বিতরন করা হয়েছে।
লকডাউন কার্যকর করা প্রসঙ্গে তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে জরুরি নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, ওষুধ ও রোগীবহনকারী গাড়ি, সাংবাদিকদের গাড়ি ছাড়া অন্য কোনো মোটরযান আসা-যাওয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি। তবে অকারণে বা অপ্রয়োজনে কিছু কিছু মানুষের চলাফেরা বা ঘোরাফেরা, মোটরসাইকেল ও অন্যান্য ছোটখাটো যানবাহন নিয়ে রাস্তায় বেরিয়ে এলে তাদের নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে জেলায় বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে।
মাদারীপুর জেলা শহরসহ সকল গ্রামেও রাত-দিন টহল দিয়ে দায়িত্ব পালন করে আসছে।করোনাভাইরাস মোকাবিলায় সরকারি বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ঘরে থাকার আহবান জানান তিনি।
এসময় জেলা পুলিশ সুপার মাহাবুব হাসানের নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, কালকিনি থানার ওসি মোঃ নাসিরউদ্দিন মৃধা ও থানার পুলিশ পরিদর্শক হারুন অর রশিদ প্রমুখ।
Leave a Reply